টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের পক্ষে ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল পৌর শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে গিয়ে শেষ হয়।
এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমসহ অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাইসাইকেল শোভাযাত্রায় সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল চরবাসীর পক্ষ থেকে এই বাইসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। বিগত ১৭ বছরে আন্দোলন সংগ্রামের কারণে চরাঞ্চলের মানুষ আমাকে পছন্দ করে। এসময় তিনি বলেন, আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।