আন্তর্জাতিক র্যাংকিং সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE) ২০২৬ র্যাংকিং-এ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) গবেষণার মান সূচকে বিশ্বে ৭৪৬ তম স্থান অর্জন করেছে। মার্চ ২০২৫-এ প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় র্যাংকিং তথ্য প্রদান করে। সংস্থাটি গবেষণার মান, শিক্ষকতার মান, ইন্ডাস্ট্রি থেকে আয়, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ—এই পাঁচটি প্রধান সূচকের ভিত্তিতে র্যাংক নির্ধারণ করেছে।
দেশের পাবলিক ও বেসরকারি ১৯টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে। মাভাবিপ্রবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০ম স্থান এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে সপ্তম স্থান অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ র্যাংকিং কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই অর্জন শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, মেধাবী শিক্ষার্থী এবং তরুণ গবেষকদের মানসম্মত গবেষণার ফলাফল।”
মাভাবিপ্রবির কোয়ালিটি রিভিউ ও র্যাংকিং কমিটি টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র্যাংকিং এবং কিউএস র্যাংকিংয়ের উপর ভিত্তি করে এ বছরের শুরু থেকে কাজ করে আসছে। সম্প্রতি কমিটি কিউএস র্যাংকিং সিস্টেমের আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া শাখার ম্যানেজার রামি আওয়াদকে নিয়ে ওয়েবিনার আয়োজন করেছে।
কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মতিউর রহমান বলেন, “সবার সম্মিলিত প্রয়াস থাকলে মাভাবিপ্রবি আরও সম্মানজনক বিশ্ববিদ্যালয়ের তালিকায় পৌঁছাতে সক্ষম হবে।”