টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা করা হয়েছে। উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইলবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। শুক্রবার (১০ অক্টোবর) শিশুটির মা মির্জাপুর থানায় এ ঘটনায় মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বিকেলে আড়াইপাড়া গ্রামের নয়া মিয়ার ছেলে অপু মিয়া (১৭) খেলাধুলার কথা বলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে নৌকায় তুলে ধনচে ক্ষেতে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে।
সন্ধ্যায় শিশুটিকে বাড়ির পাশে ফেলে রেখে যায় অভিযুক্ত। বিষয়টি জানাজানি হলে অপু মিয়া উল্টো শিশুটির পরিবারকে হুমকি দিতে থাকে। একপর্যায়ে ভুক্তভোগী শিশুর মা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।











