টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি মিঠুন মিয়া (২৬)কে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে কালিহাতি উপজেলার আলোর দিশারী ক্লিনিকের সামনে থেকে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল তাকে আটক করে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) লুৎফা বেগম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গত বছরের ৪ আগস্ট টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে পূর্বপরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ হামলায় লাল মিয়া (৩০) নামে এক যুবক আহত হন। পরে তিনি ৩১ আগস্ট টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।
উক্ত মামলার পলাতক ১৭০ নম্বর আসামি ছিলেন মিঠুন মিয়া। অভিযানে তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।











