নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি ও সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে মো. সেন্টু মিয়া (৩৫) নামের সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সিএনজি’র ৫ যাত্রীর সবাই আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল-আরিচা মহসড়কের উপজেলা ফায়ার সাভিস ষ্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, ঘিওর উপজেলার হেমন্তি (৬৫), পলাশ (২৪) দৌলতপুর উপজেলার রফিক শেখ (৩৫), কাবিল (৩২) ও টাঙ্গাইল সদরের অমিত (৩২)।
দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস।
তিনি জানান, দূর্ঘটনা কবলিত ট্রলি ও অটোরিক্সাকে জব্দ করা হয়েছে।
তবে ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।
বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে দশটার দিকে একটি যাত্রীবাহী সিএনজি নাগরপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সিএনজিটি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সা’সহ খাদে পড়ে যায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত ৬ জনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎকিসার জন্য নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিক্সা চালক মো. সেন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. রোকনুজ্জামান।