টাইফয়েড প্রতিরোধে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে শুরু হয়েছে টিকাদান ক্যাম্পেইন। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী আয়োজনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে সকাল সাড়ে ১১ টায় উপজেলার হাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের সূচনা করেন অতিথিবৃন্দ। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম, কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৌমিতা হক, প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, মেডিকেল অফিসার ডা. মিরুফা তাজনীন সুমি ও ডা. পিনাকী রঞ্জন কর্মকার, অভিভাবক সদস্য লুৎফর রহমান এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই অংশ নেন।
উদ্বোধনকালে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি দেশের শিশু-কিশোর ও বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত টিকাদানের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।
কালিহাতী উপজেলায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়। এছাড়াও এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানানো হয়।