জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
সোমবার (১৩ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক চলবে।
গতকাল প্রথমদিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যা সরাসরি সম্প্রচার করা হয়। তিনি আওয়ামী লীগের ১৯৭২ সালের সময়কার শাসন, বাকশাল, রক্ষীবাহিনী, বিচারবিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকাণ্ড, গুম ও ক্রসফায়ারের প্রসঙ্গ তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
গুম মামলায় সেনাসদস্যদের গ্রেফতারের অগ্রগতিও তিনি ট্রাইব্যুনালকে জানান। শুনানিতে বিচারকদের স্বেচ্ছাচারিতা রোধে সুনির্দিষ্ট বিধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ট্রাইব্যুনাল।
এদিকে, ট্রাইব্যুনাল-২ এ আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা শেষ হয়। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।