টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে যমুনাসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়েছে। যমুনাসেতুর পূর্ব প্রান্তের গোল চত্ত্বর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার ছাত্র ও সাধারণ মানুষ অবস্থান নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি শুরু করেন।
জানা গেছে, রোববার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্য ছড়িয়ে পড়ে যে, জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি প্রস্তাব অনুযায়ী টাঙ্গাইল জেলা ময়মনসিংহ বিভাগের সঙ্গে যুক্ত হতে পারে। তবে জেলা প্রশাসক শরীফা হক সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জানিয়েছেন, সরকারীভাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত তাদের কাছে পৌঁছেনি।
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে আগত আন্দোলনকারীরা সকাল থেকেই যমুনাসেতুর পূর্ব প্রান্তে অবস্থান নেন। পরে দুপুর ১২টায় মহাসড়কে অবস্থান নেয়ার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উত্তরবঙ্গ ও ঢাকাগামী যানবাহন আটকে পড়ে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত থাকবে।