বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
মাহমুদনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, কাতুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুজন মিয়া, মাহমুদনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম বাহারসহ অন্যান্য স্থানীয় নেতারা।
সভায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন, কর্মসংস্থান ও জনগণের অধিকার নিশ্চিতের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। তিনি আরও বলেন, এ দাবিগুলো বাস্তবায়নে আমরা কাজ করছি এবং ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।