শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন।
নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাগরপুর উপজেলা চত্বর ঘুরে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের উপজেলা মোড়ে সমাবেশে পরিণত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীরা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে থাকা শিক্ষকদের ওপর কেন লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করা হলো তার তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এমপিওভুক্ত ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শরিফ উদ্দিন, মামুদনগর স্কুলের সহকারী প্রধান শিক্ষক শওকত আলী, মহিলা কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান আনিস এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।