কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় শহীদ মিনার চত্বরে মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে দলটির পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয় এবং জাতীয় রাজনীতিতে পরিবর্তনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, ড. আতাউর রহমান, আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. একেএম আব্দুল হামিদ, ইয়াহিয়া খান মারুফ, এডভোকেট সরকার কবির উদ্দিন, সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন এবং শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে।
মানববন্ধনে উপস্থাপিত ৫ দফা দাবি:
-
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন
-
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু
-
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
-
বর্তমান সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার
-
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, ঘোষিত সময়ের বাইরে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তিনি শিক্ষকদের যৌক্তিক দাবি, দুর্নীতির বিচার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনটি টাঙ্গাইল প্রেসক্লাব এলাকা থেকে নিরালা মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড হয়ে ঢাকা রোড পর্যন্ত বিস্তৃত ছিল। রাস্তাজুড়ে নেতাকর্মীরা ৫ দফা দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।