সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫ অর্জন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফলাফল প্রকাশিত হওয়ার পর কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছর মির্জাপুর ক্যাডেট কলেজের ৫৭তম ব্যাচের ৪৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪২ জন বিজ্ঞান এবং ৪ জন মানবিক বিভাগের ছাত্র।
এদের মধ্যে ২২ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ ৫ অর্জন করেছে, বাকি সবাইও জিপিএ ৫ পেয়েছে। ধারাবাহিক এই সাফল্যে কলেজ ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল এস এম ফয়সল জানান, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতায় এই অসাধারণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।