ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে সরকারের নির্দেশনা অনুযায়ী, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধের নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নাগরপুর ও গোপালপুর উপজেলার যমুনা ও ধলেশ্বরী নদীর বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তাগণ নেতৃত্ব দেন। এছাড়াও, সংশ্লিষ্ট থানা পুলিশ ও নৌ পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক জানান, অভিযানে প্রায় চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় এই অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নিয়মিতভাবে চালানো হবে।
জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশ প্রজনন সুরক্ষায় স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।