টাঙ্গাইলে শুক্রবার (১৭ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালন সাঁই-এর ১৩৫তম তিরোধান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। তিনি লালন সাঁইয়ের কর্মময় জীবন ও শিক্ষার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে লালন ভক্ত সাধু ও স্থানীয় শিল্পীরা লালন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক লালনপ্রেমী সাধারণ মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।