টাঙ্গাইলের কালিহাতীতে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২০ অক্টোবর) টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে কালিহাতী ও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দুটি খাদ্যপণ্যের দোকানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, কালিহাতী বাসস্ট্যান্ডের ‘পিয়াসী হোটেল’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, বাসি খাবার বিক্রি ও ওজনে কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, এলেঙ্গার ‘এস এস ফুড’-এর মালিককে ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করে খাদ্য প্রস্তুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিপুল পরিমাণে ২৩৫ থেকে ২৭৫ গ্রাম ওজনের মিষ্টির প্যাকেট জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। তিনি জানান, “জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”
এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, কালিহাতী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।