রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩২টি তাজা ককটেল, বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের সহায়তায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড যৌথ অভিযানটি পরিচালনা করে। পরে উদ্ধার করা ককটেলগুলো একই রাতে বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ ব্রিফিংয়ে জানান, প্রথম ধাপে ১৮টি ও পরের ধাপে আরও ১৪টি ককটেলসহ মোট ৩২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এছাড়া অভিযান থেকে দেশীয় অস্ত্র, গান পাউডার, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি বাসা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়, যেখানে ককটেল তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক মজুত ছিল।
লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ আরও বলেন, “অভিযানে জব্দ করা মার্বেল, গান পাউডার ও ব্লেন্ডার মেশিন ব্যবহার করে ককটেল তৈরির প্রমাণ পাওয়া গেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের নেটওয়ার্ক শনাক্তে কাজ করছে সেনাবাহিনী।”