আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় হেফাজতে থাকা সাবেক ও কর্মরত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তবে তাদের কোন কারাগারে রাখা হবে, তা কারা কর্তৃপক্ষই নির্ধারণ করবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আদালত তাদের কাস্টডিতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন তারা কারা কর্তৃপক্ষের অধীনে থাকবেন। কোথায় বা কোন কারাগারে রাখা হবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, আদালতের দায়িত্ব হলো তাদের হেফাজতে পাঠানো। পরবর্তী পদক্ষেপ, যেমন—কোন জেলে রাখা হবে, কোথা থেকে আদালতে হাজির করা হবে—এসব বিষয় কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।