টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কলা খাওয়ানোর প্রলোভনে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মামুন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রী সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি হ্যাঙ্গারচালা গ্রামের বাসিন্দা এবং চকচেক হাসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, শিশুটি তার মা শিরিনার সঙ্গে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুরে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যায়। বিকেলে খেলতে বের হলে শিশুটি নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক নারী জানান, শিশুটিকে অভিযুক্ত মামুনের সঙ্গে দেখা গেছে।
পরে মামুনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে জানায়, মামুন কলা খাওয়ানোর কথা বলে রামদেব আজাহারের আকাশমনি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।
শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”