বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বর্ণাঢ্য মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে গোপালপুর উপজেলার কোনাবাড়ী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বাবুর নেতৃত্বে মিছিলটি আভূঙ্গী মোড় থেকে শুরু হয়ে গোপালপুর থানা চত্বর ঘুরে কোনাবাড়ী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এই কর্মসূচি বাস্তবায়িত হয় সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর নির্দেশনায়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর কৃষক দলের সভাপতি শামসুল হক শামসু, পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এবং ব্যাটারি চালিত ইজি বাইক মালিক সমিতির সভাপতি ইউসুফ আলী প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে নেতাকর্মীরা সরকারের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।