জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “সামনের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, গত ১৭ বছরে বড় কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। এ সময়ে নিয়োগ পাওয়া পুলিশের প্রায় অর্ধেক সদস্যের নির্বাচনী দায়িত্ব পালনের অভিজ্ঞতা নেই। এজন্যই পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সম্পর্কে সচেতন করতে সারা দেশে ট্রেনিং চালু রয়েছে।
তিনি বলেন,“আমি সব অফিসারকে বলেছি— ১০০ শতাংশ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এবারের নির্বাচনে একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশ আশা করছি।”
কমিশনার আরও বলেন, “একটি দল নিষিদ্ধ ঘোষিত। তারা ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা করছে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।”
তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরের শেষ দিকে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি হবে।
“এখন সবাই নির্বাচনের মুখোমুখি। জনগণ ভোট দিতে চায়। অনেক তরুণই জীবনে প্রথমবার ভোট দেবে, এটা দেশের জন্য ইতিবাচক দিক,”— বলেন তিনি।
রাজনীতি নিষিদ্ধ দলগুলোর কর্মকাণ্ড প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক কর্মসূচি বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক। অনেকে স্বল্পসময়ে ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে পোস্ট দেয়, বাস্তবে বড় কোনো মিছিল হয় না।” তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ার প্রভাব অস্বীকার করা যায় না, তবে এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।”