অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার যৌথ আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হতে হবে।
শনিবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, “যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে।”
ড. ইউনূস আরও বলেন, “আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে— যাতে এটি আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর হয়ে ওঠে এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়।”
তিনি উল্লেখ করেন, ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার পর থেকে বাংলাদেশ একটি সক্রিয় ও দায়িত্বশীল সদস্য রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্ব এখন গভীর অনিশ্চয়তার মুখে। বহুপাক্ষিক কূটনীতি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। চরম জাতীয়তাবাদ ও মানবিক কষ্টের প্রতি উদাসীনতা মানবজাতির দীর্ঘদিনের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।”
ড. ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, অংশীদার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে জাতিসংঘ দিবসের শুভেচ্ছা জানান।











