তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাধারণ মানুষকে পৌঁছে দিতে্য আমরা কাজ করছি। এবারের নির্বাচনটি হবে ঐতিহাসিক। বাংলাদেশের মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্খা লক্ষ্য করছি। সে পরিবর্তন হল রাজনৈতিক পরিবর্তন। আমি নিজেকে নতুন করে নেতৃত্বের রাস্তায় তৈরি করার জন্য সার্বক্ষণিকভাবে কাজ করছি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণমিছিল ও লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিলের পক্ষে গণমিছিল ও লিফলেট বিতরণ করেন। রোববার সকালে টাঙ্গাইল শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের মাঠ থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্নস্থানে প্রদক্ষিণ করে ডিস্টিক গেইট এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, শহর বিএনপি’র সাবেক সহসভাপতি শামছুজ্জামান রন্টু, জেলা যুবদলের সাবেক নেতা কামরুজ্জামান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু, যুবদল নেতা হাবিবুর রহমান হাবুসহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।











