নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বৃহৎ মানবাধিকার প্রতিষ্ঠান “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল) কে সভাপতি ও ডা. সাইফুল ইসলাম স্বপনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. রাশেদ খান মেনন (রাসেল) ও সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন বলেন, মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে আমরা “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ” এর পতাকাতলে সমবেত হয়েছি।
এই মানবাধিকার প্রতিষ্ঠানটি সর্বস্তরে আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষায় নিবেদিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক মানবাধিকার বিষয়ক বৃহৎ প্রতিষ্ঠান।
ছোট-বড়, ধনী-দরিদ্র, সাদা-কালো, উঁচু-নিচু, ধর্ম-বর্ণ-জাত যাই হোক না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ।
আসুন সবাই যার যার অবস্থান থেকে সাধ্যমত মানবাধিকার রক্ষায় কাজ করি।
প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসায়িত করি।