টাঙ্গাইল শহরের মুসলিমপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ সংযুক্ত ইকরা নূরানী মক্তবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার ১৬নং ওয়ার্ডের মুসলিমপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে ইকরা নূরানী মক্তবের আয়োজনে এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
মক্তব কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণাঢ্য ও শিক্ষামূলক। অনুষ্ঠানে মক্তবের শিক্ষার্থীদের পাশাপাশি টাঙ্গাইলের দরিদ্র ও অসহায় শিশুরাও অংশগ্রহণ করেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সমাজসেবা অফিসার আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশুদের কিরাত, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশে সহায়তা করার পাশাপাশি তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অভিভাবকদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয় দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা, যাতে তারা সন্তানদের শিক্ষাজীবন ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আয়োজকরা জানান, মক্তব প্রতিষ্ঠার পর থেকেই হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান ও নৈতিক গঠন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান করিম বলেন, “শিক্ষা ও নৈতিকতা শিশুদের ভবিষ্যৎ গঠনে মূল ভিত্তি। এমন মানবিক উদ্যোগ সমাজে আলোর দিশা প্রদর্শন করছে।”
উল্লেখ্য, ইকরা নূরানী মক্তব একটি মানবিক উদ্যোগ হিসেবে অসহায় শিশুদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে এবং টাঙ্গাইলের সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করছে।











