প্রকৃতি, পরিবেশ ও নদীকে ক্ষতির হাত থেকে রক্ষা করে সড়ক, রেল, বিমান ও নৌপথের সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ‘সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, “আমাদের যোগাযোগ ব্যবস্থা এখনো বিশৃঙ্খল অবস্থায় আছে। দ্রুত শৃঙ্খলার মধ্যে না আনলে এটি অর্থনীতির জন্য বিপদ হয়ে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “এই উন্নয়ন করতে হবে পরিবেশ ও নদীর কোনো ক্ষতি না করে। পানি আমাদের সম্পদ—এটিকে শান্ত রাখতে হবে।”
বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ দেশের সব পরিবহন ব্যবস্থার সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করে। এতে রেল, নৌ ও সড়কপথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কৌশল তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “এই পরিকল্পনার মাধ্যমে যোগাযোগ খাতে একটি শক্তিশালী ধারণা তৈরি হয়েছে। এখন বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও যোগ করেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ ও বৈশ্বিক যোগাযোগ উন্নয়নের দিকেও নজর দিতে হবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও উপদেষ্টারা।











