বাংলাদেশ এখন এক সংকটময় সময় অতিক্রম করছে, এবং দেশের গণতন্ত্র কোন পথে এগোবে তা নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের ওপর— এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৩ নভেম্বর) সকালে আনসার ও ভিডিপির নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “আসন্ন নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই দায়িত্ব আমি চাকরি হিসেবে নয়, বরং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এমন সংকটময় সময়ে আমাদের প্রচলিত ধারা ভেঙে নতুনভাবে কাজ করতে হবে।”
তিনি আরও জানান, নির্বাচনে প্রায় ১০ লাখ সদস্যকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী ১৬ নভেম্বর পোস্টাল ব্যালটের জন্য একটি অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ ঠিকানায় ব্যালট পেয়ে ভোট দিতে পারবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি রোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “যাচাই ছাড়া কিছু শেয়ার করবেন না। আমরা ইতোমধ্যে এআই অপব্যবহার প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করেছি, যেখানে যে কেউ তথ্যের সত্যতা যাচাই করতে পারবেন।”











