সিলিকন ভ্যালি ভিত্তিক টেক জায়ান্ট মেটা তাদের প্ল্যাটফরমে নিয়মিত নতুন ফিচার চালু করছে। এর অংশ হিসেবে, জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার সাধারণ ব্যবহারকারীদের জন্যও কভার ফটো সেট করার সুবিধা আনছে।
এ পর্যন্ত কেবল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরাই প্রোফাইলে কভার ফটো যোগ করতে পারতেন। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষামূলক এই ফিচারে সাধারণ ব্যবহারকারীরাও প্রোফাইল সেটিংস থেকে কভার ফটো বাছাই করতে পারবেন। এতে ব্যবহারকারীর প্রোফাইল আরও আকর্ষণীয় ও ব্যক্তিগতকৃতভাবে সাজানো সম্ভব হবে।
নতুন ফিচারের সঙ্গে গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা কভার ফটো কে দেখতে পারবে তা তিনটি বিকল্পে নিয়ন্ত্রণ করতে পারবেন:
-
Everyone: সবার জন্য উন্মুক্ত, এমনকি সংরক্ষিত কনট্যাক্টে নেই এমন ব্যক্তিরাও দেখতে পারবে।
-
My Contacts: শুধুমাত্র সংরক্ষিত কনট্যাক্টলিস্টের ব্যক্তিরা দেখতে পারবে।
-
Nobody: কভার ফটো কেউ দেখতে পারবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিটা সংস্করণে চালু করা হবে।
এই নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আরও ব্যক্তিগতকৃত এবং প্রাইভেট প্রোফাইল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।











