২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনা, জার্মানি, জাপানসহ ২২টি জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্ববিখ্যাত ক্রীড়া ব্র্যান্ড অ্যাডিডাস (Adidas)। মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের নতুন হোম কিট প্রকাশ করে।
অ্যাডিডাস জানায়, প্রতিটি দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি করা হয়েছে নতুন জার্সিগুলো। যেসব জাতীয় দলের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে, তাদের জার্সিই প্রথম ধাপে প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপের চূড়ান্ত দল নির্ধারণের পর আরও দেশ এই তালিকায় যুক্ত হতে পারে।
আর্জেন্টিনার জার্সিতে ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা, জার্মানির জার্সিতে জ্যামিতিক নকশার পুনঃউপস্থাপন, এবং জাপানের জার্সিতে সূর্যোদয়ের রঙের ব্যবহার দেখা গেছে। প্রতিটি জার্সির ডিজাইনে সংশ্লিষ্ট দেশের পরিচয়কে আধুনিক স্টাইলে ফুটিয়ে তোলা হয়েছে।
খেলোয়াড়দের আরাম নিশ্চিত করতে জার্সিতে ব্যবহার করা হয়েছে ক্লাইমাকুল প্লাস (Climacool Plus) প্রযুক্তি, যা বায়ু চলাচল সহজ করে এবং যেকোনো আবহাওয়ায় খেলোয়াড়দের ঠাণ্ডা ও মনোযোগী থাকতে সাহায্য করে।
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। ১১ জুন উদ্বোধন হবে ফুটবলের বর্ণিল এই আসর, চলবে ১৯ জুলাই পর্যন্ত। বাছাই পর্ব শেষে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র।











