জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর যমজ ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাতেই তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানান তিনি। স্নিগ্ধ লিখেছেন, “জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের জোয়ারে তরুণদের অংশগ্রহণ বাড়ছে। আমি সেই তরুণদের প্রতিনিধিত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিকভাবে যুক্ত হতে চাই।”
তিনি আরও বলেন, “আমার বা আমার ভাইদের কোনো রাজনৈতিক যোগসূত্র ছিল না। শহীদ মুগ্ধ সাধারণ নাগরিক হিসেবেই দেশের জন্য জীবন দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে যুক্ত হচ্ছি, এবং জুলাই ও তার যোদ্ধাদের প্রতিনিধিত্ব করবে। এছাড়া তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ ও জুলাইপন্থী ঐক্য শক্তিশালী করার লক্ষ্যও রয়েছে।”
স্নিগ্ধ আরও উল্লেখ করেন, “বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ২০২৩-এ আমার আগ্রহের জায়গা রয়েছে। এছাড়া বিএনপির মাধ্যমে জুলাইয়ের প্রতিনিধিত্বকে সব পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যও রয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইছেন আমি তরুণদের প্রতিনিধি হিসেবে কাজ করি। এর মাধ্যমে জাতীয়তাবাদী দল এবং তরুণদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে।”
তিনি পোস্টে সব রাজনৈতিক দল ও বাংলাদেশপন্থী, জুলাইপন্থী জনগণের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, “রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গঠনই আমার মূল লক্ষ্য। এই পথচলায় সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”











