মুক্তিযুদ্ধে অংশগ্রহণের চেতনাকে আজীবন ধারণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, “মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধুই আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকব, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়েই বেঁচে থাকব।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী আরও বলেন, বিচার বিভাগের ওপর দেশের মানুষের আস্থা এখনো অটুট। তিনি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আজকের জামিন আদেশ প্রমাণ করে দেশের সাধারণ মানুষ বিচারব্যবস্থার ওপর এখনও বিশ্বাস রাখে।”
এ সময় তিনি সরকারের প্রতি মানবিক দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এ মামলায় যাদের অন্যায়ভাবে এখনও কারাবন্দি করে রাখা হয়েছে, তাদের মুক্তি দেওয়া হোক। সরকারের শুভবুদ্ধির উদয় হোক।”











