টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোট ও পৌর সুপার মার্কেটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর সুপার মার্কেটের উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল পৌর সুপার মার্কেটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আরিফ, সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নাদিম উদ্দিন নিউটন, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির আহাম্মেদ, প্রচার সম্পাদক কামাল খান, সদস্য এস আলম মিঠু, প্রদীপ সরকারসহ মার্কেটের অন্যান্য নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে শহরের ভিক্টোরিয়া রোডে সন্ত্রাসী হামলার শিকার হন ব্যবসায়ী নেতা আবুল কালাম মোস্তফা লাবু।
জানা যায়, ওইদিন সন্ধ্যায় জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোকসভা শেষে তিনি সাধারণ গ্রন্থাগারে যান।
সেখান থেকে অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে আপ্যায়ন হোটেল এর সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আবুল কালাম মোস্তফা লাবু জানান, এর আগেও দুর্বৃত্তরা তার ওপর দুইবার হামলা চালিয়েছে এবং সে বিষয়ে থানায় মামলা হয়েছে। তার একটি মামলার তদন্ত করছে পিবিআই।
তার ধারণা, সেই মামলার আসামিরাই পুনরায় হামলার সঙ্গে জড়িত। এ ঘটনায়ও টাঙ্গাইল সদর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।











