টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত “বিপ্লব ও সংহতি দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করেছে স্থানীয় বিএনপি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় ঘাটাইল জিবিজি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
আয়োজনে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লুৎফর রহমান আজাদ। সমাবেশে তিনি বলেন, বিপ্লব ও সংহতির চেতনা মানে হচ্ছে গণতন্ত্র, ত্যাগ ও ঐক্যের মূল্যবোধকে প্রতিষ্ঠা করা। যারা ত্যাগী কর্মীদের উপেক্ষা করে হঠাৎ করে মনোনয়ন নেয়, তারা সংহতির মূল বার্তা ভুলে গেছে।
এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











