রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১০ নভেম্বর) ডিবি একটি ক্ষুদে বার্তায় তাদের গ্রেপ্তারের তথ্য জানায়। বার্তায় বলা হয়, রাজধানীতে ঝটিকা মিছিলের সঙ্গে যুক্ত ওই নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন।
তবে, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নাম-পরিচয় ডিবি এখনও প্রকাশ করেনি।
এই অভিযানটি রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এবং ঝটিকা মিছিলের কার্যক্রম রোধ করতে পরিচালিত হয়েছে।











