বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এলাকায় একটাও এনসিপি নেই, তাই তারা জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে। তারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। আমরা যেসব বিষয়ে একমত, সেসবের দায় নেব—অন্য কিছুর দায় নেব না।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
“জামায়াতের ভোট মানে বেহেশতের টিকিট” বিএনপি মহাসচিব জামায়াত প্রসঙ্গে বলেন, “জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়, এসব মুনাফেকি। আমাদের সতর্ক থাকতে হবে। ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।”
সংস্কার নিয়ে সরকারের প্রতি বার্তা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান–এর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “নয় মাস ধরে সংস্কারের কথা বলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য তৈরি হয়েছে। এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না।”
নেতাকর্মীদের উপস্থিতি সভায় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন সাধারণ সম্পাদক পয়গাম আলী সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।











