ফরিদপুরের ভাঙ্গায় বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৩টার মধ্যে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাত পৌনে ৮টায় ভাঙ্গা থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগ নাশকতার পরিকল্পনা করছিল। অভিযানের সময় তিন যুবককে বোমা তৈরির প্রস্তুতিতে হাতেনাতে আটক করা হয়।
অভিযানস্থল থেকে ১৯টি তৈরি পেট্রোল বোমা, ৪৮টি খালি কাচের বোতল, স্কচটেপ, দিয়াশলাই, গানপাউডার, বারুদ, চুন, পেট্রোল, ছুরি ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—ঢাকার মিরপুরের মো. হোসেন রাজ (২২), চাঁদপুরের নূর মোহাম্মদ রাকিব (২৫) এবং সুনামগঞ্জের জুয়েল রানা (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে যুবলীগ কর্মী মুরাদ, সাবেক এমপি নিক্সন চৌধুরীর গার্ডম্যান, তাদের নির্দেশ দিয়েছিলেন।
এসপি আব্দুল জলিল জানান, এই তিনজন সরকারবিরোধী কর্মকাণ্ডে নিষিদ্ধ সংগঠনের মদদে বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্দেশদাতাসহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ মাহমুদ, ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপপরিদর্শক আফজাল হোসেন, মো. মোশারফ হোসেন ও সাকরাতুল।











