টাঙ্গাইলে র্যাবের অভিযানে যৌন হয়রানির মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বুধবার (১২ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুরে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নওগাঁ জেলার সাপাহার থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌন হয়রানির মামলার এজাহারনামীয় প্রধান আসামি রুবেল (৩৫) ও রানা বাবু (৩৫)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৯ সেপ্টেম্বর সকালে নওগাঁ জেলার সাপাহারে এক গৃহবধূকে নিজ বাড়িতে যৌন হয়রানির চেষ্টা করে রুবেল ও রানা বাবু। এ ঘটনায় ভুক্তভোগী ২২ সেপ্টেম্বর সাপাহার থানায় মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ দল বুধবার রাতে মির্জাপুর থানাধীন নাসির গ্লাস কোম্পানির বিপরীতে সিকদার হোটেল সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।











