টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সন্ধানপুর ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ গঠনে তরুণ শিক্ষার্থীরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। আধুনিক ঘাটাইল নির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় অপরিহার্য।”
ইউএনও আরও বলেন, “২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত মতবিনিময় সভার আয়োজন করছে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের আয়োজন শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বায়োজিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম এবং অধ্যক্ষ আব্দুল বাছেদ আকন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আবুল কালাম আজাদ। এ সময় শিক্ষক-শিক্ষিকা, তিন শতাধিক অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।











