টাঙ্গাইলে র্যাবের অভিযানে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি সোনা মিয়া ওরফে মকরম (৩০) গ্রেফতার হয়েছেন। তিনি দেলদুয়ার উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের নন্দবয়ড়া গ্রাম থেকে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।
শুক্রবার (১৪ নভেম্বর) র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কমান্ডার মেজর কাউসার বাঁধন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট বাদীর নাবালিকা মেয়েকে একা পেয়ে সোনা মিয়া জোরপূর্বক ঘর থেকে টেনে বাইরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওইদিনই ভিকটিমের মা দেলদুয়ার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং দীর্ঘ দুই মাসের তথ্য-প্রযুক্তি ভিত্তিক অনুসন্ধানের পর আসামির অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে। পরে নন্দবয়ড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











