বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অনেকেই স্বশিক্ষিত হলেও সুশিক্ষিত হতে পারেন না। শুধু ভালো রেজাল্ট বা উচ্চতর ডিগ্রি অর্জন করলেই চলবে না; নৈতিকতা ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সম্ভব নয়। এজন্য সবার আগে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সেনাপ্রধান। তিনদিনব্যাপী আয়োজিত পুনর্মিলনীর এটি ছিল দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠান।
জেনারেল ওয়াকার-উজ-জামান পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা কামনা করেন। তিনি বলেন, দেশের উন্নয়নে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। দেশের অর্ধেক জনসংখ্যা নারী—তাদের বাদ দিয়ে রাষ্ট্র এগোতে পারে না। তাই নারীশিক্ষা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।
এ সময় উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।











