টাঙ্গাইলের সখীপুরে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে উপজেলার ৩০০টি মসজিদে ৭৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এই অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।
বক্তৃতায় সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, “আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করি। সখীপুর আমার জন্মভূমি, তাই সমাজের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সাহায্য করা আমার জন্য সৌভাগ্যের বিষয়। এই অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এটি সম্পূর্ণ মানবিক ও সামাজিক দায়বদ্ধতার প্রচেষ্টা।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব-দুঃখী মানুষের কল্যাণে তিনি কাজ চালিয়ে যাবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সালাউদ্দিন আলমগীর রাসেলের মা সালমা বেগম, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, অবঃ ব্রিগেডিয়ার কামাল হোসেন, প্রফেসর বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হক আল আজাদ এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু প্রমুখ।
উল্লেখ্য, এর আগে তিনি বাসাইল উপজেলার একশত মসজিদে ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।











