জাতীয় ক্রিকেটে বয়সভিত্তিক পর্যায়ে সফলতা ধরে রাখার প্রয়াসে টাঙ্গাইল জেলার বয়স ভিত্তিক(অনুর্দ্ধ-১৪,১৬ ও ১৮) ক্রিকেটার বাছাই হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলা থেকে তৃণমূল পর্যায়ে ক্রিকেটার বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে সদরের এনসিপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মাসুদুর রহমান রাসেল, এডহক কমিটির সদস্য মো. আব্বাস উদ্দিন সরকার, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার খান মুন্নী ও আম্পায়ার অরিন্দম পাল লিটন।
২০২৫-২৬ সেশনে অনুর্দ্ধ-১৪, ১৬ ও ১৮ পর্যায়ের ক্রিকেটার বাছাই পর্ব পরিচালনা করেন ঢাকা নর্থ এর বিভাগীয় কোচ মো. জাকির হাসান। সহযোগিতা করেন বিভাগীয় পর্যায়ের সহকারী কোচ ও জেলার সাবেক ক্রিকেট কোচ মো. আরাফাত রহমান, জেলা এডহক কমিটির সদস্য সাবেক ক্রিকেটার ও ক্রিকেট কোচ মো. ইসলাম খান, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট কোচ খন্দকার রফিক আব্দুল্লাহ রাফেল, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নির্মল চন্দ্র ভৌমিক প্রমুখ।
বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ২০০ জন ক্রিকেটার থেকে বয়সভিত্তিক ৩টি বিভাগে ৫০জন করে ১৫০ জন ক্রিকেটার অন্তভুক্ত হয়েছেন। এর মধ্যে তৃণমূল পর্যায় থেকে নতুন ৩৭ জন ক্রিকেটার রয়েছে।











