টাঙ্গাইলের মির্জাপুরে শ্যামলী বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্যামলী বেগম উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগরপাড়ার ঠান্ডু সওদাগরের মেয়ে। শ্যামলী বেগম ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত সোমবার শ্যামলী বেগম ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। বুধবার দুপুরে ধেরুয়া রেল লাইনের পাশে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে শ্যামলী বেগমের ছোট ভাই রাজু আহমেদ রাজ্জাক থানায় গিয়ে বোনের লাশ শনাক্ত করেন।
রাজু আহমেদ রাজ্জাক জানান, তার বোনের তিন মেয়ের মধ্যে দুইজনই প্রতিবন্ধী। তারাও ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। মঙ্গলবার দিনের কোন এক সময় শ্যামলী বেগমের মৃত্যু হয় বলে পুলিশ ধারনা করছেন।
মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানিয়েছেন লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।











