রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান তৌসিফ হত্যা মামলার আসামি লিমন মিয়ার (৩৪) আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার আগের পাঁচদিনের রিমান্ড শেষে তাকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক মো. আশিকুর রহমান পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৫ নভেম্বর প্রথম দফায় লিমনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। আদালত সূত্র জানায়, রিমান্ড শুনানিতে লিমনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ওসি হাবিবুর রহমান দায়িত্ব নিয়েছেন।
গাইবান্ধার ফুলছড়ির লিমন মিয়া সাবেক সেনা সদস্য। অভিযোগ অনুযায়ী, বিচারকের পরিবার আর্থিক সহায়তা বন্ধ করে দিলে ক্ষুব্ধ হয়ে তিনি ১৩ নভেম্বর রাজশাহীর ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় গিয়ে তৌসিফকে হত্যা এবং তার মা তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেন। বিচারক নিজে বাদী হয়ে মামলা করলে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন লিমনকে গ্রেপ্তার করে।











