আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইন পাস হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা আইনটির অনুমোদন দেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি বলেন, আইনটি দ্রুতই চূড়ান্ত করা হবে।
তিনি আরও জানান, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা নিম্ন আদালতের বিচারকদের প্রশাসনিক সব দায়িত্ব দেখবে এবং সরকারের নিয়ন্ত্রণ থেকে তাদের মুক্ত রাখবে।
এদিকে জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, তাদের ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার এবং ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে।











