সিলেটের কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপে প্রায় ৬ বছর পর আবারও গ্যাসের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার প্রাথমিক পরীক্ষা শেষে সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিক জানান, কূপটিতে নতুন স্তরে প্রায় ২০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত পাওয়া গেছে। প্রতিদিন ৫০–৬০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে, যা পরবর্তী ১০ বছর উত্তোলন করা যেতে পারে।
১৯৬১ সালে খনন ও ১৯৮৩ সালে উত্তোলন শুরু হওয়া কূপটি ২০১৯ সালে বন্ধ হয়ে যায়। ২০২৩ সালে পুরাতন কূপগুলোর ওয়ার্কওভার প্রকল্প হাতে নেওয়ার পর বাপেক্স গত আগস্ট থেকে তিন মাস কাজ করে। ১২ নভেম্বর পরীক্ষা শুরু হয় এবং বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
গ্যাসের বাজারদরের ভিত্তিতে এই মজুত থেকে অন্তত ৩ হাজার ৩শ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে জানান কর্তৃপক্ষ। কূপটি পুরাতন হওয়ায় দুই–তিন দিনের মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে।











