রাজধানীর বংশালে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়ে নিহত আব্দুর রহিম ও তার ছেলে রিমনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) ভোরে বাবা–ছেলের মরদেহ তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে পৌঁছায়। সকাল নয়টায় ‘আজ সুন্না মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স’ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চার সন্তানের জনক আব্দুর রহিম ছিলেন কাপড় ব্যবসায়ী এবং পরিবার নিয়ে বংশালে থাকতেন। তার ছেলে রিমন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।











