টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অডিওটিতে তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খালেক মণ্ডলকে হুমকি দেওয়া এবং আপত্তিকর ভাষায় কথা বলার অভিযোগ উঠেছে।
তবে বিএনপি নেতা আহমেদ আযম খান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, অডিওটি সম্পাদনা করে উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। তিনি ভূঞাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডল জানান, গত বুধবার ১৯ নভেম্বর বেলা ৩টা ৩৫ মিনিটে আহমেদ আযম খান তাকে ফোন করেন। তাঁদের কথোপকথন চলে ৩ মিনিট ৩৫ সেকেন্ড। সেই কথোপকথনের অডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, আহমেদ আযম খান তাকে ফোন করে গালাগাল করেছেন এবং শারীরিকভাবে আঘাত করার হুমকি দিয়েছেন। তিনি যে ভাষায় কথা বলেছেন, তার হুবহু রেকর্ডই ছড়িয়ে পড়েছে।
অডিওতে আহমেদ আযম খানকে নির্বাচনী এলাকা, কমিটি গঠন এবং ব্যক্তিগত অভিযোগ নিয়ে তীব্র ভাষায় কথা বলতে শোনা যায়। তিনি খালেক মণ্ডলকে নির্বাচনী এলাকা ক্ষতিগ্রস্ত করা, কমিটি গঠনে হস্তক্ষেপ এবং দুর্নীতির অভিযোগ তোলেন।
হুমকির অভিযোগ অস্বীকার করে আহমেদ আযম খান বলেন, তিনি খালেক মণ্ডলের সঙ্গে কথা বলেছেন, তবে কোনো হুমকি দেননি। অডিওটি এআই ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে। তিনি দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। তাঁর ভাবমূর্তি নষ্ট এবং নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে অডিওটি ভাইরাল করা হয়েছে।
তিনি বলেন,
সখীপুর-বাসাইল তাঁর নির্বাচনী এলাকা। অথচ খালেক মণ্ডল ব্যক্তিগত লোকজনকে দিয়ে ইউনিয়ন কমিটি করে দিয়েছেন, যারা তাঁর প্রার্থিতার বিরোধিতা করছেন। ষড়যন্ত্রমূলকভাবে অডিও এডিট করে ছড়ানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা খালেক মণ্ডল বলেন, অডিওটি একেবারে স্পষ্ট। এতে কোনো এআই ব্যবহার করা হয়নি। তিনি টাঙ্গাইল সদর থানায় অনলাইনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড তাঁকে মামলা করতে বলেছে। তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।











