কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কারের দাবিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি প্রিন্স ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালেবসহ অন্যান্য নেতা।
বক্তারা অভিযোগ করেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন পরিবর্তনের নামে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন মোহাম্মদ আলীর সমর্থকরা। এ সময় জনদুর্ভোগ সৃষ্টি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও শ্রমিকরা বিষয়টি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তাদের ওপর হামলা করা হয়। ঘটনাটিতে দুটি ক্লিনিক ও একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় বলে দাবি করেন তারা।
এ ঘটনায় মোহাম্মদ আলী এবং সংশ্লিষ্ট সবার বহিষ্কার দাবি করেন বক্তারা। পাশাপাশি অভিযোগ করেন, মোহাম্মদ আলীর অনুসারীরা স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের আশ্রয় দিচ্ছেন।











