সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস) শনিবার সৌদি আরব ও ইরাকে দুটি পৃথক ভূমিকম্প রেকর্ড করেছে। সৌদি গেজেট জানায়, প্রথম ভূমিকম্পটি মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা এলাকার প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে সংঘটিত হয়। এসজিএসের স্টেশনগুলো রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করেছে ৩.৪৩।
হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত হওয়ায় ঘটনাটি বিশেষভাবে নজরে আসে। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া ইরাকে রিখটার স্কেলে ৫.০৯ মাত্রার আরও এক ভূমিকম্প রেকর্ড হয়েছে বলে নিশ্চিত করেছে এসজিএস। সেখানেও বড় ধরনের ক্ষতির খবর মেলেনি।











