আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেএনজির ভাবনার উদ্যোগে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিল।
সভায় বক্তব্যে সাতিল বলেন, বিএনপি থেকে মনোনয়ন পেলে টাঙ্গাইলের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিধবা নারীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং বয়স্ক ভাতা সঠিক নিয়মে বণ্টনের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, টাঙ্গাইলকে চাঁদাবাজীমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পাঠাগার উন্নয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ত্রিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা যুবদলের সাবেক নেতা হাবিবুর রহমান হাবু, জেলা যুবদলের নেতা মিজানুর রহমান সাজু।
জেএনজির পক্ষ থেকে বক্তব্য দেন খন্দকার মোতাব্বির আদনান, আরাফাত রহমান কোমল ও আবিদ হাসান তুষার। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।











